মহৎ কাজের জন্য সাতক্ষীরার কিংবদন্তী রেফারি তৈয়ব হাসানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মহৎ কাজের জন্য সাতক্ষীরার কিংবদন্তী রেফারি তৈয়ব হাসানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

কর্ণ বিশ্বাস কেডি: জার্সির মূল্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা! সত্যিই অবিশ্বাস্য! সেটাও আবার একজন রেফারীর জার্সি, ভাবতেই অবাক লাগে! জার্সিটি হলো কিংবদন্তী রেফারি তৈয়ব হাসানের। যিনি বাংলাদেশের রেফারিং ইতিহাসে কয়েকটি রেকর্ডেরও অধিকারী। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন, তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন (১০০+)। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারী অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড), এশিয়ার সেরা ২৫ রেফারীর তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়ানশীপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন। খেলাধুলাকে ভালোবাসা এমন বিখ্যাত রেফারি তার সুদীর্ঘ রেফারিং জীবনে প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি রেফারীর দায়িত্ব পালন করেন স্মরণীয় সেই “রেফারী জর্সিটি” তিনি করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে নিলামের ঘোষণা দেন। নিলাম সংস্থা অকশন ফোর একশান এর মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়। তাঁর সুদীর্ঘ ৩৩ বছরের রেফারিং জীবনের স্মরণীয় জার্সি নিলামের অর্থ তিনি করোনা ক্ষতিগ্রস্ত, অসচ্ছল, দুঃস্থ রেফারী, খেলোয়াড়, সংগঠক, নিকট প্রতিবেশী ও স্বজনদেরকে বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করেছেন। যার মাধ্যমে তিন শতাধিক পরিবার উপকৃত হয়েছে। করোনা দুর্যোগে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও স্বয়ং তাকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *