মাদারীপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মি সভা

 

রাকিব হাসান, মাদারীপুর

স্মাট বাংলাদেশ বির্ণিমানে মাদারীপুরে ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝাউদি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঝাউদি এলাকায় এ কর্মি সভার আয়োজন করা হয়েছে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মুন্সীর সভাপতিত্বে কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ হাওলাদার,জেলা কৃষকলীগের সভাপতি জাকির হাওলাদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মজুমদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হাওলাদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বেপারী,মাদারীপুর জেলা শাখার কৃষক লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোঃ সাইদ মোল্লা,ঝাউদি ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত মোল্লাসহ ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যমত পোষণ করেন।