মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে : মানবিক ও সদ আলাপি একজন পরিদর্শক পদমর্যাদার পুলিশ অফিসারইন্সপেক্টর(অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ। সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর(অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ।খুব ভদ্র ও ঠান্ডা প্রকৃতির একজন পুলিশ অফিসার । নিজের পেশাগত দায়িত্বের প্রতি তিনি ভিষণ আন্তরিক। মানুষকে তার কাঙ্খিত সেবা টি দেওয়ার চেষ্টা করেন । সাতক্ষীরা থানার ইটাগাছা ফাঁড়ির আইসি হিসাবে, সাতক্ষীরা সদর ফাঁড়ির আইসি হিসাবে তিনি বেশ কিছু দিন কর্মরত ছিলেন।কিন্তু কেউ কখনো তার নামে বদনাম করতে পারেননি।তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে বেশ সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করে যাচ্ছেন। সাংবাদিকরা তাকে বিভিন্ন সময়ে ফোন করে তথ্য চাইলে তিনি কখনো বিরক্তবোধ করেন না।আবার অপরাধীদের প্রতি তিনি সব সময় কঠোরতা দেখান।অপরাধী যে দলের হোক আর যত ক্ষমতাধর লোক হোক, ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ তাদের কে ছাড় দেন না।সাতক্ষীরা থানার বহু ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে তিনি অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। আবার সাইবার অপরাধ দমনে তিনি বেশ পারদর্শী।সিনিয়র অফিসার দের প্রতি তিনি খুব শ্রদ্ধাশীল।ধনী-গরীব, শিশু-বৃদ্ধ তার কক্ষে সেবা নিতে যাওয়া প্রত্যেক কে তিনি মুল্যায়ন করেন।থানায় সেবা নিতে যাওয়া মানুষদের সাথে তিনি হাসি মুখে কথা বলেন।শতভাগ উপকার করতে না পারলেও তিনি ভুক্তভোগী কে সঠিক পরামর্শ দেন। ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজের সব চাইতে বড় গুণ তিনি আদালতে বিচারাধীন কোন বিষয়ে হস্তক্ষেপ করেন না।কোন রকম ভূমিদস্যু, আস্তান-মাস্তান,দালাল প্রকৃতির মানুষ দের কোন রকম পাত্তা দেন না। অনেকে আছেন মুখে এক রকম বলেন আবার কাজের সময় অন্য রকম করেন কিন্তু ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ যেটা মুখ দিয়ে বলেন, সেটাই বাস্তবে করেন।এমন আদর্শবান পুলিশ অফিসার ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ।
সমাজে ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজের মত যারা সৎ,দক্ষ ও ন্যায়-নীতি বান পুলিশ অফিসার আছেন আমরা যদি তাদের ভালো কাজ গুলোর মুল্যায়ন করি, সমাজে তুলে ধরি, তাহলে তারা আরো আন্তরিক ভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন। তারেক ফয়সাল ইবনে আজিজ ২০১০ সালে আউট সাইট ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে এসআই হিসাবে যশোর কোতয়ালী থানা, কুষ্টিয়া সদর থানায় চাকুরী করেন।পরে পদন্নোতি পেয়ে ২০১৯ সালে তিনি ইন্সপেক্টর হন।পরে তিনি সাতক্ষীরা জেলার সদর ফাড়ি. ইটাগাছা ফাঁড়ি সুনাম ও দক্ষতার সহিত চাকুরি করেন।বর্তমানে তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর অপারেশন পদে কর্মরত আছেন। তারেক ফয়সাল ইবনে আজিজ ঝিনাইদহ শৈলোকুপার এক সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান।
Leave a Reply