মানিকনগরে সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগে মতবিনিময় সভা।

প্রিয়া চৌধুরী:মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ সাহেব আলী চেয়ারম্যান ভরসা হাউজিংএন্ড ডেভেলপার্স লিমিটেড উদ্যোগে ৭ নং ওয়ার্ড বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, মুগদা থানার ইনচার্জ, তদন্ত অফিসার, ফাঁড়ি ইনচার্জ ও সাংবাদিক বৃন্দ নিয়ে মানিকনগর সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মত বিনিময় সভা মানিকনগর মডেল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় গ্যাস, মাদক, বাজার, রাস্তা মেরামত, কমিউনিটি সেন্টার নিয়ে আলোচনা করা হয়। পরিচালনা করেন মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভরসা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেড চেয়ারম্যান ও মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠিাতা সভাপতি শেখ মো: সাহেব আলী তিনি বলেন আমাদের এলাকায় সরকারি অনুমতি যে গ্যাস লাইন আছে সারাদিন কোন গ্যাস থাকে না একটি কমিউনিটি সেন্টার নাই একটি ভালো বাজার নাই মানিকনগর বাসী বাজার করতে হয় যাত্রাবাড়ি, মতিঝিল বা মুগদাতে যা মানিক নগরবাসীর জন্য খুবই কষ্টসাধ্য। মানিকনগর বসবাসকারী প্রায় ৪০ হাজার, তাদের কোন সামাজিক অনুষ্ঠান করার কমিউনিটি সেন্টার নেই মানিকনগর রাস্তায় প্রায়ই রাস্তা কাটা থাকে গ্যাসে ,পানি ও বিদ্যুতের লাইন টানা এই কাজ অনবরত সারা বছর চলতেই থাকে যা চলাফেরা কষ্ট হয়। সিটি কর্পোরেশন যদি কোন জায়গা দেয় সেখানে তার নিজ খরচে মৃত ব্যক্তি লাশ গোসল খানা বানিয়ে দিবে।কোন ব্যক্তি যদি মারা যায় তার মৃত দেহ দেশে নিয়ে যাওয়ার জন্য অর্থ যোগান দিতে পারে না। সে ব্যক্তি আত্মীয়-স্বজন মারা গেলে তার হৃদয় ভেঙ্গে যায় তাকে সবাই সান্তনা দিবে, না সেখানে
তার আত্মীয় কিভাবে দেশে নেবে সবার দ্বারে দ্বারে হাত পাততে হয় যা একটি অমানবিক। আজকে থেকে কোন ব্যক্তি মারা যায় অর্থের জন্য লাশ বাড়িতে না নিতে পারে মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি সমস্ত খরচ বহন করবে। সবাই যদি একত্রিত হই তাহলে বাজার, কমিউনিটি সেন্টার, বাস্তবায়ন করা সম্ভব। মানিকনগরের সব বাড়িওয়ালা ফ্লাট মালিক গন সবাই সহযোগিতা এগিয়ে আসলে সব এলাকায় ছোট ছোট করে রাতে নিরাপত্তা প্রহরী দেওয়া সম্ভব।আমরা সবাই মিলে এই সমিতির মাধ্যমে ঢাকার বাইরে মাছের ঘের রিসোর্ট বিভিন্ন ধরনের ব্যবসা মালিক হয়ে পরিচালনা করা সম্ভব। মুগদা থানা ০৪ থেকে০ ৫ লক্ষ লোক বসবাস করে এত অল্প পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করা যায় না আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং পুলিশকে সহযোগিতা করব। বক্তব্য রাখেন মুগদা থানা ইনচার্জ তিনি বলেন মুগদা থানা কে মাদকমুক্ত থানা করব আমার এই থানায় কোন সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ড করতে দেওয়া হবে না আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। প্রাইম ডেভলভার্স লিমিটেড স্বত্বাধিকার আব্দুর রাজ্জাক তিনি জানান এই উদ্যোগ নেওয়া নতুন আশার দিগন্ত ফুটে উঠেছে আমরা সবাই মিলে যার যার এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয় পরবর্তী প্রজন্ম কে সুস্থ সমাজ উপহার দিতে পারব।সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কিশোর বলেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজকে নতুন প্রজন্মকে তুলে দিতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা জাতিকে উপহার দিতে পারব।