মান্দা প্রতিনিধি মহসিন রেজা
“মাদক কে না বলি খেলার মাধ্যমে সুস্হ থাকি” পতিপাদ্যকে সামনে রেখে ০৩ অক্টোবর ২০২৩ ইং রোজ মঙ্গলবার বৈদ্যপুর যুবসংঘের উদ্যোগে আরিফ হেসেন সবুজের সভাপতিত্বে ও মোঃ রাশেদ আলী (বিল্পব) সঞ্চালনায় বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪ ঘটিকায় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দার মাটি ও মানুষের নেতা মোঃ ইমাজ উদ্দীন প্রামানিক এমপির সুযোগ্য পুত্র সেফায়াত জামিল প্রামানিক সৌরভ, কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামীলীগ নিউইয়র্ক শাখা আমেরিকা ও সাবেক ছাত্রলীগ নেতা নওগাঁ সরকারি কলেজ নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম প্রধান শিক্ষক বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়, আল আমিন প্রামানিক সদস্য মান্দা উপজেলা আওয়ামীলীগ, ওসমান আলী সদস্য ০২ ভালাইন ইউ,পি,বারেকুল ইসলাম (বারেক) সাঃ সম্পাদক আওয়ামীলীগ ০২ ভালাইন ইউনিয়ন, আলমগীর হোসেন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী বৈদ্যপুর বাজার, রবিউল ইসলাম প্রভাষক উত্তরা ডিগ্রী কলেজ, আফাজ উদ্দিন পিয়াদা সভাপতি বৈদ্যপুর বাজার কমিটি,রওশন আলম মন্ডল ঠিকাদার পল্লী বিদ্যুৎ সমিতি, শহিদুল ইসলাম সাবেক সদস্য ০২ ভালাইন ইউ পি। উক্ত খেলায় অংশ গ্রহন করেন আদরী মিষ্টান্ন ভান্ডার ফুটবল একাদশ বনাম লক্ষ্মীরামপুর ফুটবল একাদশ। নির্দিষ্ট সময় খেলা ড্র হওয়াই ট্রাইবেকারের মাধ্যমে ৪/৩ গোলে জয়লাভ করেন আদরী মিষ্টান্ন ভান্ডার ফুটবল একাদশএবং রানার্স আপ হয়ছেলক্ষ্মীরামপুর ফুটবল একাদশ।
এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল বয়সের ফুটবল প্রেমী দর্শক উপস্হিত ছিলেন ।
শেষে উভয় দলকে বড় ও ছোট খাসি পুরষ্কার বিতারন করা হয়।
Leave a Reply