মৃত্যুর যন্ত্রনায় ছটফট করা অসহায় মেয়েটি বাঁচতে চায়,সাহায্যের জন্য আবেদন পরিবারটির

মৃত্যুর যন্ত্রনায় ছটফট করা অসহায় মেয়েটি বাঁচতে চায়,সাহায্যের জন্য আবেদন পরিবারটির

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়ার অসহায়, হতদরিদ্র ঘরের সন্তান মেয়ে রিমা খাতুন , পিতা : সিরাজুল ইসলাম, গ্রাম : রাজনগর, জন্ম থেকে থ‍্যালাসিমিয়ায় আক্রান্ত। বতর্মানে থ‍্যালাসিমিয়ার সাথে পিত্তথলিতে পাথর,লিভার ফুলে পেট বড় হয়েগেছে ।সদর হাসপাতারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রোগের যন্ত্রনায় বেডে ছটপট করছে। তাদের পিতাঃ একজন দিনমুজুর তার পরও সে তাদের দেখা শুনা করে না। রিমার বড় বোন রুমা এইচ এসসি পড়ে সে বলেন, মাসহ ৩ বোনের অভাব অনাটনের সংসার দেখার কেউ নাই। রুমা এখন সাতক্ষীরা সদর হাসপাতালে আছে, মেডিসিন ডাঃ আসাদুজ্জামান শিমুল বলেন, রিমার অবস্থা খুবই খারাপ আপনারা দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। রুমা মুঠো ফোনে সাংবাদিকদের জানান, আপনাদের লেখার মাধ্যমে বেঁচে যেতে পারে আমার ছোট বোনটা। সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা ও সমাজের বৃত্তবানদের কাছে সাহিয্যের আবেদন করে অসহায় পরিবারটি । তাদের কাছে কোন টাকা পয়সা নেই এমন কি ঘরে খাদ্য পর্যন্ত নাই। রিমার বড় বোন লেখা পড়ার পাশাপাশি ঝিয়ের কাজ করে সংসার চালান বলে জানান। রিমার পরিবারের যোগাযোগ বিকাশ নং- 01927-958682 আপনাদের সবার সহযোগিতায় বেঁচে যাবে ছোট্ট মেয়েটির প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *