ময়মনসিংহ করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ।

ময়মনসিংহ করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ।

২৮-০৪-২০২১ইং।
এস.এম-মীযানুর রহমান স্টাফ রিপোর্টারঃ-ময়মনসিংহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম(সেবা)নির্দেশে কঠোর অবস্থানে মাঠে নেমেছে পুলিশ।

ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন।এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে।

প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞগণ। সরকার বারবার নির্দেশনা দিয়েছে। এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশ মাইকিং করে জনসচেতনা করছেন।

আপনারা মাস্ক ব্যবহার করুন,নিজে মাস্ক পরিধান করুন, অন্যদের উৎসাহিত করুন। উল্লেখ থাকে যে, মাস্ক ছাড়া কাউকে রাস্তায় পাওয়া গেলে, জরিমানা সহ আইনঅনুগ ব্যাবস্থা নিচ্ছে পুলিশ।