যশোরের বাগআঁচড়া থেকে ফেস্নিডিল ও ইজিবাইক সহ আসামি গ্রেফতার

বাগআঁচড়া  প্রতিনিধিঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/ মোঃফিরোজ হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্র, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্স সহ ইং ১০/০৬/২০২১ তারিখ ০৯.৩৫ ঘটিকার সময় শার্শা থানাধীন রসুলপুর গ্রামস্থ মোঃ ইউসুফ আলী, পিতা-মৃত সুলতান ব্যাপারী এর বাড়ির সামনে গোগা টু সাতমাইল গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১. মোঃ আঃ রউফ মোড়ল (৪০), পিতা- মোঃ আবুল হোসেন স্থায়ী : (কেষ্টপুর) , উপজেলা/থানা- বেনাপোল পোর্ট থানা, যশোর, বাংলাদেশ এর দখল হইতে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল, ওজন ০৬ লিটার, মূল্য অনুমান-৯০,০০০/- (নব্বই হাজার) টাকা এবং ০১টি ইজিবাইক, যাহার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, সর্বমোট উদ্ধার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা। আসামীকে ধৃত করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় ০১ টি মাদক মামলা রুজু হয়েছে।