যশোরের শার্শা থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার, যার মূল্য আনুমানিক ৩,০০,০০০ টাকা
নিউজ ডেস্কঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আল-আমিন হুসাইন, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্স সহ ইং ১৫/০৭/২০২১ তারিখ রাত্র ০১.৩০ ঘটিকার সময় শার্শা থানাধীন সূবর্ণখালী গ্রামস্থ সূবর্ণখালী প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে জনৈক মোঃ ইস্রাফিল মাস্টার এর মেহগনী বাগানের মধ্যে হতে আসামী ১। মোঃ হাসান ওরফে শুটার হাসান (২০), পিতা- বাবলু, মাতা- আম্বিয়া খাতুন, নানা-মৃত জিন্নাত আলী, নানী-শাহিদা খাতুন স্থায়ী : গ্রাম- বহিলাপোতা, উপজেলা/থানা- শার্শা, জেলা -যশোর এর দখল হইতে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা, যাহার মূল্য অনুমান- ৩,০০,০০০/-টাকা সহ ধৃত করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় ০১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু হয়েছে।
Leave a Reply