যশোর জেলা গোয়েন্দা শাখার(ডিবি), একটি মাদক বিরোধী অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

যশোর জেলা গোয়েন্দা শাখার(ডিবি), একটি মাদক বিরোধী অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্কঃ অদ্য ২১/০৬/২০২১ খ্রিঃ ভোর রাত ০৩.৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেকপোষ্ট এলাকায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি), অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ মফিজুল ইসলাম, পিপিএম সহ জেলা গোয়েন্দা শাখার(ডিবি), একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল হতে যশোরগামী ১টি ইজিবাইক যোগে আসা ০৩ মাদক কারবারীকে ৯২ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে ধৃত করেন।

ধৃত আসামীদের নাম ও ঠিকানা :
১। মোঃ মোনায়েম গুলদার (৫৯), পিতা- মোঃ মোসলেম আলী গুলদার, মাতা- আকলিমা খাতুন
২। মোঃ লিটন হোসেন (২৮), পিতা- মোঃ মোনায়েম গুলদার, মাতা- মোছাঃ রাহিমা খাতুন, উভয় সাং- মহিষাডাঙ্গা দক্ষিনপাড়া
৩। মোঃ রিপন প্রধান @ মাটি (২৬), পিতা- মান্নান প্রধান, মাতা- সেলিনা বেগম, সাং- মহিষাডাঙ্গা উত্তরপাড়া, সর্বথানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর

উদ্ধারকৃত আলামত :
১। ৯২ বোতল ফেনসিডিল।
২। ০২টি অফিসিয়াল বেগ।
৩। ০৩টি মোবাইল।
৪। ০১টি ইজিবাইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *