যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এমন একজন মেধাবী ছাত্র ও তরুণ উদ্যোক্তার গল্প বলতে চাই তাদের কাছে, তরুণ উদ্যোক্তার নাম নাম মোঃ তুষার আহমেদ।

যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এমন একজন মেধাবী ছাত্র ও তরুণ উদ্যোক্তার গল্প বলতে চাই তাদের কাছে,
তরুণ উদ্যোক্তার নাম নাম মোঃ তুষার আহমেদ। ‘চাকরি করব না, চাকরি দেব’ এই ব্রত নিয়ে যিনি ২০১৭ সালের মাঝামাঝিতেই প্রতিষ্ঠা করেন kashful Feed & Chick’s Ltd. বেকারত্ব দূরীকরণে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখান নিজে কিছু করার। এ বিনয়ী, হাস্যোজ্জ্বল, স্বপ্নরাজ মানুষটির সঙ্গে নানা বিষয়ে কথা বলে বিস্তারিত লিখেছেন-মোহনা নিউজ এর

ডেক্স রিপোর্ট

মোহনা : কেমন চলছে আপনার কার্যক্রম?
উদ্যোক্তা তুষার আহম্মেদ : জি ধন্যবাদ, এখন পর্যন্ত খুবই ভালো চলছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ১৭০ জনের মত বেকারের কর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছি ।

মোহনা : আপনার মাধ্যমে একজন তরুণ উদ্যোক্তার কি ধরনের অনুপ্রেরণাই উৎসাহী হতে পারে সে বিষয়ে কিছু বলেন

উদ্যোক্তা তুষার আহমেদ :
আসলে শুধু কীভাবে উদ্যোক্তা হবে সেটা কোন ব্যাপার না। দেখুন, উদ্যোক্তা তৈরি করা খুব সহজ কিন্তু তার ব্যবসাটা চালিয়ে যাওয়া, পরবর্তী ধাপে পোছানো এর উন্নয়ন এ জায়গাগুলোতে আমি বেশি কাজ করি। যাতে কোনো উদ্যোক্তা ঝরে না পড়ে। আমি শুধু স্বপ দেখেই থেমে থাকি না , স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়ন করতে হয় আমি সেটাও চেষ্টা করি এবং আল্লাহর অশেষ রহমতে অনেক কিছুতেই সফল হয়েছে ইনশাআল্লাহ।