রফিক সিডস বিজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

 

মোঃহাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তরমুজের ফলনে তিন মাসের অক্লান্ত পরিশ্রমে সফলতার চাবিকাঠি ফিরে পেলো কৃষক।এবছর রফিক সিডস সুপার গ্রেডওয়ান বিজ রোপণে ভালো ফলন হওয়ায় হতাশার কালো ছাপ কেটেছে তরমুজ চাষিদের।

সরোজমিনে দেখা যায় বিগত দুই বছর যাবত রফিক সিডস সুপাগলাচিপার গ্রেড ওয়ান বিজ রোপনে ৮০ভাগ তরমুজ চাষী বাম্পার ফলন ও লাভের মুখ দেখছে এবং আগামীতে ভালো ফলন পাবে এমনটাই আশা চাষিরা।

এবিষয় কৃষক শহিদুল মাতব্বর বলে,আমি দুবছর যাবত রফিক সিডস গ্রেড ওয়ান বিজ রোপণ করে ভালো ফলন ও লাভবান হয়েছি।

আমার আশেপাশে অনেক চাষিরা রফিক সিডস গ্রেড ওয়ান বিজ রোপণ করে লাভোবান হয়ে ঋণ পরিশোধ করেছে।

এই বিষয়ে রিটেইলার জসিম উদ্দিন বলেন আমি দুই বছর যাবত রফিক সিডস গ্রেড ওয়ান বিজ বিক্রি করে আসছি এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা কথা কৃষকরা বলেনি,সবাই বলছে

ভালো ফলন হয়েছে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন আমরা কৃষকের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *