রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা’র আয়োজনে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড, প্রাক্তন প্রধান শিক্ষক মঞ্জুরুল হক,

জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, আবৃত্তি শিল্পী দিলরুবা রোজ, মাহফুজা পারভীন লিপি প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের কন্ঠে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলাভাষাকে কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে করেছে বাজিমাত। আমাদের তার রেখে যাওয়া সমাজনীতি, অর্থনীতি অনুস্মরণ করতে হবে।