রাজগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে মটরসাইকেল চুরি
উত্তম চক্রবর্তী মনিরামপুর :- কঠোর লকডাউনের মধ্যেও মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের তরকারি পট্টিতে রেখে যাওয়ার ১০ মিনিটের ব্যবধানে একটি পালসার মটরসাইকেল চুরি হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাজগঞ্জের ঝাঁপা উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তৌহিদুল ইসলাম ২ আগস্ট সোমবার সকালে বাড়ি থেকে ১৫০ সিসি নতুন পালসার মটরসাইকেল নিয়ে রাজগঞ্জ বাজারে আসে। বেলা সাড়ে ১১ টার দিকে বাজারের তরকারি পট্টির চান্দালির চায়ের দোকানের সামনে মটরসাইকেলটি রেখে ৫০ গজ দূরে খগনের তরকারী দোকানে টাকা আনতে যাই। সেখান থেকে ৮/১০ মিনিটের মধ্যে ফিরে এসে দেখতে পায় তার রেখে যাওয়া মটরসাইকেলটি সেখানে নেই। এ সময় তৌহিদুল হাউমাউ করে চারিদিকে খুঁজতে থাকে। কিন্তু মটরসাইকেলের কোন সন্ধান মিলাতে পারিনি বলে তিনি জানান। বিষয়টি নিয়ে কথা হয় চায়ের দোকানদার চান্দালীসহ আশপাশের অনেকের সাথে তারা প্রতিনিধিকে বলেন, ছেলেটি মটরসাইকেল রেখে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মটরসাইকেলটি চুরি হয়ে যায়। এটা একটা দুঃখজনক ব্যাপার। বিষয়টি নিয়ে মটরসাইকেল মালিক আবুল কালাম জানান, গত ২১ দিন পূর্বে আমি পালসার মটরসাইকেলটি শোরুম থেকে কিনে এনেছে। সোমবার সকালে আমার ছেলে তরিকুল ইসলাম বাড়ি থেকে মটরসাইকেলটি নিয়ে রাজগঞ্জ বাজারে টাকা আনতে যায়। সেখান থেকে মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর এর কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান, মটরসাইকেল চুরির ঘটনাটি আমার কানে এখনো আসেনি, আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম।
Leave a Reply