রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে স্বরূপকাঠি অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা।

রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে স্বরূপকাঠি
অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা।

আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি,

অনুসন্ধানি সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন ও
গ্রেফতারের প্রতিবদে তার নিঃশর্ত মুক্তির দাবি করে স্বরূপকাঠি অনলাইন
প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা। রবিবার দুপুরে সরকারী
স্বরুপকাঠি কলেজের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হয়। মানববন্ধন শেষে অন লাইন প্রেসক্লাব সভাপতি এম. ইসলাম ইসলাম
জাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক
কিউ টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টিভির
বিশেষ প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, আমাদের অর্থনীতি ও বরিলাল
সমাচার প্রতিনিধি ডাঃ আমিন মোলাø , জে টিভি নিউজ পিরোজপুর প্রতিনিধি
মো.আজিজুল ইসলাম , ৭১ বাংলা টিভি প্রতিনিধি সিনথিয়া মৌরিন
নিপা,দৈনিক দক্ষিন অঞ্চল প্রতিনিধি দেবাশিষ মন্ডল আশিষ, ৭১ বাংলা টিভি
প্রতিনিধি তুহীন আহম্মেদ, প্রমুখ। বক্তরা অনতিবিলম্বে রোজিনা
ইসলামকে হেনস্তা কারিদের বিচার এবং তার মামলা প্রত্যাহারের দাবি
জানায়। বক্তারা আরো বলেন সরকার যখন উন্নয়নের জোয়ারে ভাসছে টিক
সেই সময় সরকারকে বিপদে ফেলতে সরকারের একটি মহল নীল নকশার মাধ্যমে
সরকারের সব অর্জন শেষ করার পায়তারা করছে। আমরা সাংবাদিকরা আশা
করবো জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিচক্ষনতার মাধ্যমে এই
সব কু-চক্রি মহলকে প্রহিত করবেন


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *