লালপুরে আবু জাহেল বাহীনির হামলায় আহত সেই আওয়ামীলীগ নেতার মৃত্যু

 

ওমর ফারুক খান লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুর প্রতিপক্ষের হামলায় জখম
সেই আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলি তার মৃত্যু নিশ্চিত করে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। তিনি সেখানে লিখেছেন কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। কিছু দিন পূর্বে দুর্বত্তদের হামলায় আহত হয়েছিলেন বলে সেখানে মন্তব্য করেন তিনি। জমির দখলকে কেন্দ্র করে উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মৃধার (৮০) উপর গত ১ জানুয়ারি বিকেল ৩টার দিকে হামলা করা হয়। সশস্ত্র হামলায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোরের একটি হাসাপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় নিহতের ছেলে শাহিন আলম বাদী হয়ে গত ৪ জানুয়ারি আবু জাহেলকে প্রধান আসামি করে সাত জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় ৭ জন নামীয় আসামি জেল হাজতে রয়েছেন।