শ্যামনগরে “একজন”সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতারী পরোয়ানা মূলে পলাতক মোট “তিন” জন আসামী গ্রেফতার
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়ের তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ জনাব, মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম এর সহযোগীতায় শ্যামনগর থানার পুলিশ অভিযান পরিচালনা করে সিআর-১০৯/১৯ (আগৈলঝড়া) মামলার পলাতক আসামী-১।আমজাদ হোসেন,পিতা- আক্কাজ, সাং- কুলতলী, সিআর-২৮৮/১৬ (শ্যামঃ) ২। মাষ্টার আবু জাফর সিদ্দিকী, পিতা- মৃত আলহাজ্ব মোজাম্মেল হক, সাং-হায়বাতপুর, অর্থ ঋন জারী-০৫/২০ মামলার পলাতক আসামী-৩। মোঃ আলাউদ্দীন, পিতা-মোঃ আলিমুদ্দীন বিশ্বাস, সাং- বিড়ালক্ষী, পোঃ নওয়াবেকী, সর্ব থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
Leave a Reply