শ্যামনগরে তিন জন চোরাকারবারী ভারতীয় পাতার বিড়ি সহ আটক

শ্যামনগরে তিন জন চোরাকারবারী ভারতীয় পাতার বিড়ি সহ আটক

নিউজ ডেস্কঃ গত ইং-১১/০৭/২১ তারিখ কোস্ট গার্ড ষ্টেশন কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা রাত্র ০২:০০ ঘটিকার সময় পার্শ্বেখালী ব্রীজের উপর টহল ডিউটি করা কালীন সময়ে তিনটি মটর সাইকেল যোগে কয়েকজন লোক তিনটি বস্তা সহ ভেটখালী বাজারের দিতে আসার সময়ে কোস্ট গার্ড তাদের থামার জন্য বলিলে অজ্ঞাত নামা ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল হইতে ধৃত আসামী-১. মোঃ জাহিদুল ইসলাম (২১), পিতা- হামজার গাজী স্থায়ী : গ্রাম- বংশীপুর, উপজেলা/থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ ২. মোঃ ফারুক (২৬), পিতা- মোঃ মজিদ গাজী স্থায়ী : গ্রাম- বংশীপুর, উপজেলা/থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ ৩. মোঃ ইবাদুল ইসলাম (২৫), পিতা- মাইনুদ্দিন স্থায়ী : গ্রাম- বংশীপুর, উপজেলা/থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ দের আটক করেন। পরবর্তীতে আটককৃতদের নিকট থাকা তিনটি বস্তার ভিতর ভারতীয় পাতার বিড়ি ১,৮০,০০০ টি সোলাকা পাইয়া জব্দ করে কোস্ট গার্ড থানায় আসিয়া লিখিত এজাহার দায়ের করিলে শ্যামনগর থানার এফ আই আর নং-১৪/২৬২, তারিখ- ১১/০৭/২০২১; ধারা- ২৫-B(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; মামলা রুজু হয়। আসামীদের অদ্য বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।