শ্যামনগরে মোটর ভ্যানের চাকায় জীবন গেল শিশু মারিয়ার।
শ্যামনগরে মোটর ভ্যানের চাকায় জীবন গেল শিশু মারিয়ার।
রাজু রায়হান, স্টাফ রিপোর্টার;
সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোটর ভ্যানের চাকার নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে ।জলিল মোড় গ্রামের হাবিবুল্লার মেয়ে মারিয়া (৮)। সে কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
রবিবার(৯ই মে) সকাল ৮টায় জলিল মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। জলিল মোড়ে রাস্তার পাশে বস্তায় বালু নিচ্ছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন।মেয়ে মারিয়া পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিলেন।
খেলাধুলার একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ভামিয়া গ্রামের ভ্যান চালক সুশান্তর মোটর ভ্যানের চাকার নিচে পড়ে মারিয়া। পরে স্থানীয় লোকজন এটা দেখতে পেয়ে তাকে দ্রুত শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।