শ‍্যামনগর ঊপজেলার রমজাননগর ও মুন্সীগঞ্জের দুই ইউনিয়নের সীমানার খাল পূর্ন‍্য খনন

রাকিবুল হাসান শ‍্যামনগরঃ
শ‍্যামনগর উপজেলার রমজাননগর ও মুন্সীগঞ্জের দুই ইউনিয়নের সীমানার খাল পুর্ন‍্য খনন করা হয়েছে।মুন্সীগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী ব্রীজ হইতে হেতালখালী সীমানা পুর্যন্ত তিন ফিট গভীর করে ৯০০ফুট খাল খনন করা হয়েছে।এই খাল খনন করা হওয়ায় দুই ইউনিয়নের বর্ষা মৌসুমে পানি নিষকাশনের পথ করা সহ ইরি মৌসুমে প্রায় চারটি গ্রামের দুই থেকে তিন হাজার কৃষকের জীবিকার পথ অবলম্বন হয়েছে।এই দিকে মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম মৃধা বলেন দীর্ঘ দিন ধরে এই খালটি দুই ইউনিয়নের সীমানায় হওয়ায় পতিত অবস্থায় পড়ে ছিলো যাহা আমার নির্বাচনের ইস্থিহার ছিল যে আমি যদি নির্বাচনে জয়লাভ হতে পারি তাহলে আমি আমার ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের কৃষকদের ইরি ধান চাষ করার জন‍্য এই অপতিত খালটি খনন করে কৃষকদের ধান চাষ করার জন‍্য পানির ব‍্যবস্থা করবো।এইখাল খনননের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন যে মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আমাদের চেয়ারম্যান বাবুর কাছ থেকে এই খালটি পুর্ণ‍্য খনন করার জন‍্য প্রজেক্ট এনে আমাদের এই খাল খনন করার কারনে আমাদের ধান চাষ সবজি চাষ এবং মিষ্টি পানির ব‍্যবস্থা করার জন‍্য আমরা দোয়া করি সে যেন এই রকম সব সময় উন্নয়মুলক কাজ করে আমাদের পাশে থাকতে পারে সব সময়।