শ্যামনগর থানায় ভিন্ন মামলায় মোট ৬ জন গ্রেফতার
হত্যা মামলার ২জন সন্ধিগ্ধ আসামী, ০১ জন চোর, ০২ জন নিয়মিত মামলায় এবং ০১ জন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার
নিউজ ডেক্সঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ সজীব খান মহোদয়ের তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ জনাব আলহাজ্ব মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান মাজাট অনন্তপুর (ভুরুলিয়া) মোছাঃ নুরন্নেছা হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আব্দুল গফফার গাজী (৫০), পিতা- মৃত কোমর উদ্দীন গাজী, মাতা- মৃত লায়লা বিবি, ২। মোঃ আল আমিন হোসেন, পিতা- মোঃ মাজেদ সরদার, মাতা- মোছাঃ ছফুরা বেগম, উভয় সাং- মাজাট অনন্তপুর, এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম চুরি মামলায় সন্ধিগ্ধ চোর ৩। মোঃ রাশিদুল ইসলাম (৩১), পিতা- মৃত রুস্তম গাজী, সাং- বংশীপুর, এসআই(নিঃ) মোঃ আইনুদ্দীন বিশ্বাস যৌতুক মামলায় আসামী- ৪। মোঃ কবির হোসেন গাজী (৫০), পিতা-মৃত কালাচাঁন গাজী কলিম উদ্দীন গাজী, সাং-হাওয়ালভাঙ্গী, এসআই(নিঃ) শেখ মোঃ আলী সনি নিয়মিত মামলায় আসামী- ৫ ।মোঃ রেজাউল ইসলাম (৩৭), পিতা-মৃত: অহেদ আলী গাজী, সাং-ঘোলা, এসআই(নিঃ) দীপ্তেশ রায় জিআর পরোয়ানাভুক্ত আসামী ৬। প্রশান্ত মুন্ডা (৩৩), পিতা-মৃত হারান মুন্ডা, সাং-পানখালী, সর্ব থানা- শ্যামনগর জেলা- সাতক্ষীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।