শ্যামনগর থেকে নিখোজ মোবাইলটি উদ্ধার হল ফিংড়ী থেকে

 

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে :

পুলিশ পারেনা এমন কোন কাজই নেই, প্রায় ২ মাস ১৫ দিন পর উদ্ধার হল হারিয়ে যাওয়া একটি মোবাইল, গত ২৩ ডিসেম্বর ২০২২ শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নেরর সোরা গ্রামের আয়ুব আলীর কন্যা তামিয়া খাতুনের Redmi 10 A একটি মোবাইল বিয়ে বাড়ি থেকে হরিয়ে যায়। তামিয়ার পিতা আয়ুব আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল বিধায় ভাইজি তামিয়ার মোবাইল ফোন হারিয়ে গেছে চাচা আ: সাত্তার পিতা হারা তামিয়ার কান্নাকাটি সহ্য করতে না পেরে ২৫ ডিসেম্বর তামিয়ার চাচা আ: সাত্তার শ্যামনগর থানায় ১২৩৯ নং একটি সাধারন ডায়রি করে,যার পরিপ্রেক্ষিতে শ্যামনগর থানার এ এস আই মোঃ মনিরুল ইসলাম মোবাইল ফোন টি উদ্ধার করার জন্য জোর চেষ্টা করে,চারিদিকে খোজ খবর নিতে থাকে,কিন্তু মোবাইল হজম করা অত সহজ নয়,কারন মোবাইলে সিম সংযোগ দিলেই বোঝা যাবে কোথায় আছে মোবাইল টি, এদিকে ফিংড়ীর সহজ সরলমনা এক স্কুল ছাত্রী কর্তৃক কুড়িয়ে পাওয়া মোবাইলটি এ এস আই মোঃ মনিরুল ইসলামের যোগাযোগের পর স্হানীয় ইউ পি সদস্যের মাধ্যমে তাতক্ষনিক ভাবে এ এস আই মোঃ মনিরুল ইসলামের কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করেন সহজ সরলমনা স্কুল ছাত্রী। এদিকে এ এস আই মোঃ মনিরুল ইসলাম মোবাইল ফোনটি হাতে পেয়ে তামিয়ার চাচাত ভাই আবু বক্কার ছিদ্দিকের পুত্র রুহুল আমিনের কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করেন।সোমবার সন্ধায় তামিয়া সহ তার পরিবারের সকলেই মোবাইল পেয়ে ব্যাপক খুশি হয়েছে এবং পুলিশ সহ মোবাইল কুড়িয়ে পাওয়া স্কুল ছাত্রীর জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন ও দির্ঘায়ু কামনা করেন।