নেত্রকোনা প্রতিনিধিঃ
শুক্রবার (১৯ মে) বিকাল ৫ ঘটিকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক,সুপ্রিম কোর্টের আইনজীবি আব্দুল মতিনের পক্ষে কর্মী-সমর্থকরা নওপাড়া বাজারের সকল দোকানদার ও সর্ব স্তরের জন সাধারনের কাছে সমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী,উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন চেয়ারম্যান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুইয়া,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক,ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি গোলাম মোস্তফা,যুবলীগ নেতা তাজুল ইসলাম সহ আওয়ামী লীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রচার প্রচারণার কাজে অংশ গ্রহন করেন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেটের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল মতিন এর পক্ষে জন সাধারণের মাঝে তুলে ধরছি। পাশাপাশি কেন্দুয়া -আটপাড়া নির্বাচনী এলাকার সকল হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি।
Leave a Reply