আল আমিন হাসান , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর সরিষাবাড়িতে সাদিয়া (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে । শনিবার (২০ মে) ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সাদিয়া মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং উপজেলার ডিগ্রী বন্দ আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষার্থী । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার সদ্য বিবাহিত স্বামী রায়হান (২৭) কে থানায় এনেছে থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন জনাব মোঃ মহব্বত কবীর অফিসার ইনচার্জ সরিষাবাড়ী থানা ।
ওসি বলেন , পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে । ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে ।
পুলিশের উপপরিদর্শক সাব ইন্সপেক্টর হুমাযূন কবির বলেন , ‘আমরা সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করি । প্রাথমিক তদন্তে আমরা মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চিহ্ন পেয়েছি । ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে’।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায় , উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ের সাথে উপজেলার পৌর এলাকার কোনাবাড়ি গ্রামের আবদুল্লার ছেলের সাথে গত মাসের ২৭ তারিখে পারিবারিক ভাবে বিবাহ্ হয় । বিয়ের পর সাদিয়ার পরীক্ষার জন্য দুই পক্ষের সম্মতিতে তারা নিজেরা নিজেদের বাড়িতে থাকে । বিবাহের পর প্রথমবারের মত গতকাল শুক্রবার ১৯ মে রাতে রায়হান তার শ্বশুড় বাড়ি যায় । শনিবার (২০ মে) ভোররাতে সাদিয়া তার স্বামীকে ফ্রেশ হয়ে আসতে বলে । রায়হান বাহিরে থেকে ফ্রেশ হয়ে আসার পর দেখে তার স্ত্রী বারান্দার কাঠের উইয়ার সাথে উড়না পেঁছিয়ে ঝুলতে দেখে । এমন সময় তিনি (রায়হান) ডাক চিৎকার করলে পরিবার ও আশে পাশের মানুষ বারান্দার উইয়া থেকে সাদিয়ার লাশ মাটিতে নামায় । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে।
রায়হানের মা রেহেনা বলেন ,“আমার ছেলের বউ গতকাল রাতে আমার ছেলেকে ফোন করে বলে- ‘আমার তো ৫দিন আর কোন পরীক্ষা নাই তুমি আমাদের বাড়ীতে আসো । সকালে তোমাকে সারপ্রাইজ দেব’। পরে আমার ছেলে রাতে ওর শ্বশুড়বাড়ীতে যায় । আজ সকালে শুধু আমার ছেলে না আমাদেরও সারপ্রাইজ দিছে আমার ছেলের বউ”।
Leave a Reply