1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

“”সরিষাবাড়ীতে ইজিবাইক চুরিসহ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার””

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৫১ Time View

 

আল আমিন হাসান , নিজস্ব প্রতিবেদক , জামালপুরের সরিষাবাড়ীতে গত ১৪/০৩/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় অত্র মামলার ডিসিষ্ট স্বাধীন মিয়া(২১) পিতা-মৃত জলিল খাঁ, সাং-মাজালিয়া থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর একজন অটো চালক ছিলেন। প্রতিদিনের ন্যায় ডিসিষ্ট অটো চালানোর জন্য সরিষাবাড়ীর উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ডিসিষ্ট আর বাড়ীতে ফিরে আসে যায় নাই। ডিসিষ্ট এর মা এবং নিকট আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিতে থাকিয়া এক পর্যায়ে লোকমারফত সংবাদ পান যে বয়ড়া ব্রিজের নিজে সুবর্নাখালি নদীতে একটি লাশ ভেসে আছে । পরবর্তীতে ডিসিষ্ট এর মা এবং আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডিসিষ্ট এর লাশ সনাক্ত করত: উক্ত ঘটনার বিষয়ে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যাইয়া লাশ উদ্ধার করত: লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া পিএম করার জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন । পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন । উক্ত মামলার জিয়ার নং ৭৭ , মামলা নং ২৫ , এফ আই আর তারিখ ১৬-০৩-২০২৩ ইং । পরবর্তীতে পুলিশ সুপার জামালপুর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৩/২০২৩খ্রি: তারিখ সরিষাবাড়ী থানাধীণ বয়ড়া এলাকা হইতে মামলার মূল আসামী মোঃ জামাল উদ্দিন(৩৫) পিতা-মোঃ আঃ গণি, সাং-মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরকে গ্রেফতার পূর্বক আসামীর দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া ডিসিষ্ট এর চুরি হওয়া অটোগাড়ীটি উদ্ধার করা হয় ও গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । উক্ত মামলাটি তদন্ত করবেন সাব ইন্সপেক্টর সুলতান মাহমুদ সরিষাবাড়ী থানা , তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র । এ বিষয়ে তিনি আরো বলেন তদন্তের মাধ্যমে একজনকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd