সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার পেল ২৪৬ মেধাবী শিক্ষার্থী

আল আমিন হাসান , বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সরকারী / এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়েজনে ৪১টি সরকারী / এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে ।

উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত)শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন । এতে প্রধান অতিথী হিসেবে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর উপস্থিতিতে ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয় । এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের সহকারী পরিসংখ্যান এনামুল হক প্রমুখ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র উপহার পেয়ে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীরা খুশী ও সন্তোষ প্রকাশ করেছেন ।