সাতক্ষীরায় ঈদ আগমনের জমে উঠেছে ঈদ বাজার

সাতক্ষীরায় ঈদ আগমনের জমে উঠেছে ঈদ বাজার

সেলিম খান জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার । করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে রামজানে প্রথমে সারাদেশে শপিংমলগুলো বন্ধ থাকায় এবারে ব্যবসা নিয়ে অনিশ্চয়তা ছিল ব্যবসায়ীদের মধ্যে। শপিংমল খুলে দেওয়ার সাথে সাথেই ব্যবসায়ীদের অনিশ্চয়তা কেটে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই সাতক্ষীরা বিভিন্ন মার্কেটগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার কে ঘিরে আজ বিভিন্ন মার্কেটে ক্রেতা সমাগম দেখা গিয়েছে। স্বাচ্ছন্দে ক্রেতারা করছেন পছন্দমত ঈদ সামগ্রী। সাতক্ষীরা জেলার কাপড়পট্টি ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানই ছিল উপচে পড়া ভিড়। সাতক্ষীরা চায়না বাংলা সাতক্ষীরা শপিং কমপ্লেস সহ ফুটপাতে ও ছিল ক্রেতর আনাগোনা। নিজ পছন্দের জিনিসটি আপন মানুষ কে কিনে দিতে ব্যস্ত ছিল ক্রেতারা। একজন স্কুল মাস্টার সাথে কথা বললে তিনি জানান ছোট ছোট বাচ্চাদের জন্য ঈদ কেনাকাটা টা খুব জরুরি একটা বিষয় এজন্যই এসেছি কিছুটা পুরাতন ডিজাইন এই চলছে এবারের ঈদ বাজার নতুন কালেকশন খুব কম। এ বিষয়ে একজন কাপড় ব্যবসায়ী সাথে কথা বললে তিনি জানান এবছর যানবহন চলাচল না থাকায় ঢাকা থেকে মাল আনতে পারিনি । তবে এবার আশানুরুপ ব্যবসা এবং ক্রেতা সমাগম রয়েছে সবথেকে বেশি ভিড় জমেছে কসমেটিক, জুতা, শাড়ি কাপড়ের দোকানগুলোতে। তবে গতবারের লোকসান পুষিয়ে উঠতে চাই এসকল ব্যবসায়ীরা।