সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের কোভিড শনাক্ত, মৃত্যু ৬

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের কোভিড শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫০%। একই সময়ে মারা গেছে মারা গেছেন আরও ৬ জন। এরমধ্যে কোভিডে ৩ জন এবং করোনা উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭০ জনে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সাতক্ষীরায় এ পর্যন্ত মোট কোভিড পজিটিভ হয়েছেন ২,৮৫৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৭৩ জন। বর্তমানে ৮২১ জন করোনা পজিটিভ রোগী রয়েছে। তারমধ্যে ৩৩ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৭৮৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।”

এদিকে, সাতক্ষীরায় অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন লকডাউনের ১৬ তম দিনে মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। আগে পুলিশি তল্লাশিও কিছুটা শিথিল দেখা যাচ্ছে। এদিকে গত তিন দিন যাবত সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *