সাতক্ষীরায় ব্যাংক এশিয়া’র ১৩৫ তম শাখার উদ্বোধন

 

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ব্যাংক এশিয়া ১৩৫তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের রাধানগর সড়কে কেষ্ট ময়রার ব্রীজ সংলগ্ন মিরাজ আলী মার্কেটে সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক অর্জুন কুমার অধিকারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, হাসান ইমটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান, ব্যাংক এশিয়া প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (এল এস এস ডি) এম আর চৌধুরী রাশেদ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ নাহিদ হোসাইন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস হায়দার, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার খুলনা ব্রাঞ্চ ম্যানেজার মো. আবু হেনা হাসানুজ্জামান ও খন্দকার মাজাহারুল আলম, যশোহর ব্রাঞ্চ ম্যানেজার মৃতুঞ্জয় অধিকারী, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুসহ জেলার ব্যবসায়ী ও সুধীজন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংক এশিয়ার এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *