সাতক্ষীরার আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরি

সাতক্ষীরার আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরি

বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে
কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে
এঘটনা ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, মোবাইল ফোনে
কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ
ঠাকুরের দুটি মুর্তি চুরির কথা শুনেছি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা
গ্রহণ করবো।
আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত করুণা কান্ত
ব্যানার্জী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার
সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মুর্তি মধ্যে কৃষ্ণ ও
নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পরও কোন সন্ধান
পাওয়া যায়নি। মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী জানান, মুর্তি
দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। যার আনুমানিক মুল্য লক্ষাধিক
টাকা।