সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো প্রতিযোগিতায় অংশ নিলো কলারোয়ার ২৫প্রান্তিক প্রতিভার শিল্পী

 

জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক:সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো
প্রতিযোগিতায় অংশ নিলো কলারোয়ার ২৫ প্রান্তিক প্রতিভার শিল্পী। বুধবার
(১৫ফেব্রুয়ারী) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই প্রতিযোগিতা
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা
নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন-সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শোর এর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর
রহমান মিলটন, অন্বেশা কালচার অফিসার ফাইম হোসেন, বিচারক মন্ডলি-আবু আফফান
রোজবাবু, নাসরিন খান লিপি, শামীমা পারভীন রত্না, শ্যামল কুমার সরকার,
শহিদুল ইসলাম, মনজুরুল হক, কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন-কলারোয়া
শিল্পকলা একাডেমির শিল্পী শিলা রাণী হালদার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। উল্লেখ্য-সাতক্ষীরা জেলা প্রশাসকের
ব্যতিক্রমী উদ্যোগে এই প্রথম শুরু হয়েছে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো
নামের একটি অনুষ্ঠান। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির
উদ্যোগে জেলার প্রতিটি উপজেলার প্রান্তিক শিল্পীদের লুকায়িত প্রতিভার
সন্ধানে শুরু করা হয়েছে সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো। এই রিয়েলিটি শোতে
সাতক্ষীরা হতে প্রতিষ্ঠিত শিল্পী ব্যতিত ১৫বছরের উর্ধ্বে বয়সীরা নিবন্ধন
করতে পারবেন। ১৫জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়েছে। নির্ধারিত ফরমে
নিয়মাবলী অনুযায়ী ফরম পুরণ করে জমা দিতে হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক
মোহাম্মাদ হুমায়ন কবীর বলেন, জেলার অপ্রকাশিত কন্ঠ শিল্পীদের প্রতিভা
তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত ফরমে আবেদনের পর তাদেরকে
পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আশা করি ভালো সাড়া পাব। অনেক প্রতিভা
প্রকাশ হওয়ার সুযোগ পাবে এই রিয়েলিটি শো প্রতিযোগিতায়। তালা উপজেলায়
আগামী ২২ ফেব্রুয়ারী সকাল ১০টায় শুরু হবে “সাতক্ষীরার কন্ঠ” রিয়েলিটি শো।