সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
সাতক্ষীরা প্রতিনিধি:
যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সড়ক
দুর্ঘটনায় আজমীর হোসেন (৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত
হয়েছে। সোমবার বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহত
ব্যক্তির বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া
গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা হতে কলারোয়ায়
ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় মহাসড়কের ছয়ঘরিয়ার বাবুলিয়া মোড়
এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী কোন যান তার মোটরসাইকেলে ধাক্কা
দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তবে ঘাতক পরিবহনটিকে আটক করতে পারেনি। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন
দিয়ে সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করেন।
Leave a Reply