সাতক্ষীরার তালায় আমগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় রুপালি (৪০) খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
শুক্রবার (২১ মে) সকালে নিহতের বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জেঠুয়া গ্রামের সোরাফ সরদারের ছেলে সুমন সরদার সাংবাদিকদের জানান, তাকে (গৃহবধূ) হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা এলাকাবাসির। তবে, নিহত রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply