সাতক্ষীরার শ্যামনগর ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশন এর কমিটি গঠন বাবলু সভাপতি ও দুলাল সম্পাদক

সাতক্ষীরার শ্যামনগর ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশন এর কমিটি গঠন
বাবলু সভাপতি ও দুলাল সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি.
সাতক্ষীরার শ্যামনগরে শ্যামনগর ডেইরি ফার্মারস এ্যাসোসিয়েশনের আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা থেকে চাষীদের উন্নয়নে ও কার্যক্রম
পরিচালনায় কমিটি গঠন করা হয়েছে।
বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রানিসম্পদ অফিসে ১২টি ইউনিয়নের সকল
খামারিদের সমন্বয়ে কার্যকারি কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সভাপতি নিযুক্ত
হন জি, এম, নজরুল ইসলাম (বাবলু), সহ সভাপতি এস এম মাহমুদ আলম ও উত্তরা
ঘোষ, সাধারণ সম্পাদক দুলাল অধিকারী, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল
আলম(মিন্টু), সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শেখ
জুলফিকার আলী, তথ্য ও প্রচার সম্পাদক নেপাল চন্দ্র ঘোষ, নারী বিষয়ক
সম্পাদক খাইরুন্নেসা বেগম, কার্যকারি সদস্য মোঃ নাজমুল হোসেন ও কৃষ্টপদ
সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা
জহিরুল ইসলাম(ভারপ্রাপ্ত), উপসহকারী কর্মকর্তা মোঃ মাহাবুব আলম(মুকুল),
গনমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিগণ। সংগঠনটি খামারিদের
কল্যাণে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন, ডেইরি নির্ভর আতœকর্মসংস্থান সৃষ্টি,
জনগণের জন্য নিরাপদ প্রানীজ প্রোটিন উৎপাদন, খামারিদের দুধের দাম বৃদ্ধি,
গো খাদ্যের দাম কমানো, অভিঙ্গ ভেটেনারী ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা
প্রদান। গাভীর জাত উন্নয়ন, খামারিদের আধুনিক খামার ব্যাবস্থাপনা, দুধ
থেকে ঘি, মাখন, চিজ, মিষ্টি ইত্যাদির উপর প্রশিক্ষণ সহ অন্যান্য উদ্যোগ
নিয়ে কাজ করবে বলে দৃঢ় প্রত্যায় করে।