সাতক্ষীরা উপকূলে সেচ্ছাশ্রমে কয়েকটি ইউনিয়নের বাঁধ নির্মাণ

সাতক্ষীরা উপকূলে সেচ্ছাশ্রমে কয়েকটি ইউনিয়নের বাঁধ নির্মাণ

রাজু রায়হান স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার ঘুনিঝড় ইয়া শ আঘাত হানেনি তবে তার প্রভাবে ভেঙ্গে গেছে উপকূলের বেশ কয়েকটি ইউনিয়ন। কিছু কিছু ইউনিয়নের সাধারণ মানুষের সেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মান হলে ও অনেক ইউনিয়নে এখনো বাঁধ নির্মাণ হয়নি। করা ও সম্ভব হচ্ছে না এখন ও কষ্টে জীবন জাপান করছেন অনেক ইউনিয়ন বাসি তার ভিতরে প্রতাপনগর অন্যতম গেল বছর ঘুনিঝড় আম্ফানে এই ইউনিয়ন কে এতটা ক্ষতিগ্রস্ত করে গিয়েছিলো যে ইয়া শ আঘাত না হানলে ও এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাঁধ নির্মাণ করতে ও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তবে সেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মান করেছেন গাবুরা বুড়িগোয়ালিনী পাতাখালি মুনিসগঞ্জ ভেটখালি সহ অনেক ইউনিয়ন।তবে বিশেষ করে গাবুরা ইউনিয়ন বাসি, প্রায় চার থেকে ছয় দিন একটানা কাজ করে বাঁধ নির্মাণের কাজ করে প্রশংসিত হয়েছেন গোটা উপজেলায়। তবে গাবুরা ইউনিয়ন বাসি এটি সম্পূর্ণ করলে ও এখনো ভয়ে আছেন সকল ইউনিয়ন বাসি সহ জন প্রতিনিধিগন তাদের সকালের দাবি এই বাঁধ গাবুরার বর্তমান পানি মুক্ত হলে ও যদি টেকসই বাঁধের কাজ না করা হয় তাহলে ভবিষ্যতে আবার ও বাঁধ ভেঙ্গে প্লাবিত হতে পারে। তবে উপকূল বাসি সকলের দাবি টেকসই বাঁধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *