সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সাতক্ষীরা ফিংড়ী সড়কের দুপাশ দিয়ে মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

মোঃ আরশাদ আলী সাতক্ষীরা থেকে ।
এ সড়কটির দুপাশ দিয়ে ২০ বছর পূর্বে লাগানো রেন্ট্রি/ শিশু গাছগুলো লবণাক্ততার কারণে কিংবা পোকার আক্রমণে মারা গেছে বলা হলেও ঠিক কি কারনে মরেছে তা জানা যায়নি। কিন্তু গাছগুলো গত কয়েক বছর পূর্বে মারা গেলেও অদৃশ্য কারণে অপসারণ করা হয়নি।ফলে এসব রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার পথচারী ও যানবাহন হুমকির মুখে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।প্রতিদিন এসব গাছের ছোট-বড় ডাল ভেঙে পড়ছে এবং অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল কারী দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে গাছ কত্তনপূর্বক নতুন গাছ রোপন করার জন্য সচেতন এলাকাবাসী যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য উদ্যাতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।