সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে চুরির মালামালসহ ২জন গ্রেফতার।
আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব শামসুল হকের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেনএর সহযোগিতায় পুলিশ পরিদর্শক (তদন্ত)/জনাব মোঃ বাবুল আক্তার এর নেতৃত্বে গত ১৬৷০৬৷২০২১ তারিখ সাতক্ষীরা থানাধীন কামালনগর গ্রামস্থ আনিছা খাতুনের বাড়ীতে চুরির ঘটনায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক/ জনাব তারেক ফয়সাল আজিজ, এসআই/ লিটন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ১৯৷০৬৷২০২১ তারিখে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা থানাধীন ইটাগাছা সংগ্রাম টাওয়ারের দক্ষিণ পাশে তামিম ডেকোরেটরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সঙ্ঘবদ্ধ দুইজন চোর ১৷ আসাদুল ইসলাম, পিতা-শেখ নুরুল ইসলাম ২৷ মোঃ মফিজুল ইসলাম, পিতা-শামসুর রহমান, উভয় সাং- বাটকেখালী চালতেতলা দেরকে চোরাই মালামাল ১৷ ০১টি সোলার ব্যাটারি, ০২৷ ০১টি শাড়ি, ০৩৷ ০২টি থ্রি পিচ সহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের নিয়মিত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
Leave a Reply