সাতক্ষীরা দেবহাটা খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ অধ্যক্ষ মোল্লা সাব্বির হোসেন শেষ কর্মদিবাসে অনুষ্ঠানে
আল আমিন সরদারঃ সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলার ২৭/২/২০২৩/ তারিখ রোজ সোমবার সকল ১০ টা খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও ৯ নাম্বার খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন এর
খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ শেষ কর্মদিবাসে অনুষ্ঠানে আয়োজন করেন।
অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন বক্তব্য তিনি বলেন আমি দীর্ঘ তিন বছর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যাপক এর দায়িত্ব পালন করেছি ছাত্র-ছাত্রীদের আমার নিজের সন্তানের মতন মানুষ করেছি কলেজের উন্নতি করায় সফল ভাবে কাজ করেছি আগামীতে যে আসবে আমি চাই সে যেন সুন্দর ভাবে কলেজের উন্নতির লক্ষ্যই কাজ করে যেতে পারে আমি এই আশা করছি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব এ বি এম খালিদ সিদ্দিকী আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দেবহাটা উপজেলার আওয়ামীলীকের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান ( মনি) এ ছাড়া আরো উপস্তিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষাক ও শিক্ষীকা কর্মচারী বৃন্দ