সাতক্ষীরা বাঁশদাহে ১৫০ জন কৃষকদের মাঝে বীজ ধান ও সার বিতরণ

সাতক্ষীরা বাঁশদাহে ১৫০ জন কৃষকদের মাঝে বীজ ধান ও সার বিতরণ

রাজু রায়হান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা সদর উপজেলার ০১ নম্বর বাঁশদহা ইউনিয়নের বৃহস্পতিবার (২২শে এপ্রিল) সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদে করোনাকালীন সময়ে ১৫০ জন অসহায় ও দরিদ্র কৃষকদের মাঝে আউস ধান চাষের জন্য বীজ ও সার বিতরণ করেছেন চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেন‌‌।

প্রত্যেকটি পরিবারকে ৫কেজি করে ধানের বীজসহ ১০ কেজি পটাশ সার ও ২০ কেজি করে ড্যাব স্যার দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ০১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কৃষি কর্মকর্তা উত্তম কুমার ,
০১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস,এম মোশাররফ হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মফিজুল ইসলামসহ আরো অনেকে।

কৃষকরা আমাদেরকে জানান যে,করোনাকালীন সময়ে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ‌। কারণ অসহায় ও দরিদ্র কৃষক তারা। বিশ্বে করোনার প্রভাব বেশি হওয়ার কারণে দেশে লকডাউন দিছে সরকার আর এই লকডাউন দেওয়ার ফলে আমরা বাইরে গিয়ে কোনো কাজ কাম করতে পারছিনা। আমাদের অবস্থা এখন এমনটাই যে বীজ ও সার কিনে আমরা আউস ধান চাষ করতে পারবোনা।তাই আমরা সরকারের কাছ থেকে বীজ ও সার পেয়ে অনেক খুশি আর এই দিয়ে আমরা চাষাবাদ করতে পারবো।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *