সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে গাঁজা- ফেনসিডিল সহ ভিন্ন মামলার মোট ৮ আসামী গ্রেফতার

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে গাঁজা- ফেনসিডিল সহ ভিন্ন মামলার মোট ৮ আসামী গ্রেফতার

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন, ০৭ (সাত) বোতল ফেনসিডিল সহ ০১ (এক) জন, ৪৪ (চুয়াল্লিশ) বোতল ফেনসিডিল সহ ০২ (দুই) জন, নিয়মিত মামলায় ০২ (দুই) জন ও জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন সহ সর্বমোট ০৮ (আট) জন আসামী গ্রেফতার।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব শামসুল হক স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর সার্বিক তত্বাবধানে অদ্য ১৪/০৭/২০২১ তারিখ অত্র থানার এসআই /মানিক কুমার সাহা, এএসআই /গোলাম মোস্তফা, এসআই/মিনাজ উদ্দিন, এসআই/ইসমাইল হোসেন, এসআই/শিমুল হালদার, এসআই/ওসমান গণি সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন বাঁকাল এলাকা হইতে ৪৪ বোতল ফেনসিডিল সহ আসামী ১।শেখ গোলাম মোস্তফা (২৪), পিতা- শেখ মোজাফ্ফর হোসেন, গ্রাম- বাঁকাল (শেখ পাড়া) , ২. শেখ সোহেল হাসান (৩৫), পিতা- শেখ সেকেন্দার হোসেন, গ্রাম- বাঁকাল (শেখ পাড়া) , ০৭ বোতল ফেনসিডিল সহ আসামী মোঃ শাহীন হোসেন (২১), পিতা- মোঃ ইব্রাহীম গাজী গ্রাম- কুশখালী (কুশখালী মাঝেরপাড়া), ০১ কেজি গাঁজা সহ আসামী ১. মোঃ আজিজুর ইসলাম (৩৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম গ্রাম- কুশখালী (ছয়ঘরিয়া), জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন ও নিয়মিত অন্যান্য মামলায় অপর ০২ জন আসামীকে গ্রেফতার সহ সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *