সারাদেশে চলমান লগডাউন আজ থেকে আরো ১ মাস বেড়ে গেলো

সারাদেশে চলমান লগডাউন আজ থেকে আরো ১ মাস বেড়ে গেলো

নিউজ ডেক্সঃ

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে এক সপ্তাহ, ১০ দিন ও ১৫ দিন করে বাড়ানো হলেও একবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ১ মাস।

বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। তবে এতে নতুন কিছু শর্ত যোগ করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে নতুন করে যুক্ত করা শর্তের মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। ঝূঁকিপূর্ণ জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রকাশক ওই এলাকার জনপ্রতিনিধিদের সাথে মিলে কারিগরি কমিটির সাথে আলোচনা সাপেক্ষে লকডাউন জারি ও কার্যকর করতে পারবে।

 

এপ্রিলের শুরুর দিকে গণপরিবহন ও অফিস চালু রেখে লকডাউন দেওয়া হয়। পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে ৬ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়।

 

গত ২৩ মে থেকে ৩০ মে রোববার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।