সুবর্ণচরে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড ও যন্ত্রপাতি বিতরণ করলেন জেলা প্রশাসক

 

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড ও যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার চরজব্বর ইউনিয়নের আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সিপিপি উপজেলা ইউনিট।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা’র সভাপতিত্বে ইউনিট টিম লিডার নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিপিপি নোয়াখালী জেলার উপ-পরিচালক রুহুল আমিন,চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, উপজেলা সহকারী (ভূমি) অশোক বিক্রম চাকমা, সিপিপি’র উপজেলা টিম লিডার আব্দুর রব।

আরো উপস্থিত ছিলেন, চরজব্বর ইউনিয়ন টিম লিডার আব্দুল আজিজ, ওয়াপদা ইউনিয়ন টিম লিডার আবু জাহের, ধর্মপুর ইউনিয়ন টিম লিডার মুসলেহ উদ্দিন ফেরদৌস, মহি উদ্দিন, সেরাজল হক, আবুল হাসেম, আনোয়ারা বেগম, ফেরদৌসী বেগমসহ বিভিন্ন ইউনিট টিম লিডার, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং চরজব্বর ইউনিয়ন সিপিপি’র সকল সদস্যবৃন্দ।

এসময় চরজব্বর ইউনিয়ন ভূমি অফিস পরির্দশন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

পরে চরজব্বর ইউনিটের স্বেচ্ছাসেবকদের মাঝে আইডি কার্ড, লাইফজ্যাকেট, রেইনকগামবুট, হার্ডহেড (হেলমেট), প্রাথমিক চিকিৎসা বক্স, উদ্ধার সামগ্রী বক্স সহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়।