সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায়
————————————————————
২০ জন গুণি ব্যক্তিদের বিশেষ অবদানের
জন্য সম্মাননা প্রদান করা হয়েছে
==========================
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥ ১১ মার্চ শনিবার সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে শেকড়ের সন্ধানে ৬ষ্ঠ মিলনমেলা-২০২৩ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢেরাপাটিয়া এলজিইডি বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও এসএন কলেজের প্রাক্তন ছাত্র আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র হাফিজ উদ্দিন আহমেদ এমপি। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস রমিজা রৌফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ আব্দুল লতিফ, এম আব্দুল জব্বার, আব্দুল কালাম আজাদ, এ্যাডঃ ওয়াজেদ আলী নোভেল। স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌঃ মহিউদ্দিন আলমগীর। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন একেএম কামরুজ্জামান, আনোয়ারুল ইসলাম বাবলু, তৌহিদা পারভীন, মাহাতাব আলী খান, জাহানারা বেগম কবিতা, অধ্যাপক সাইফুর রহমান খান, গুল বেগম, খায়রুল আনাম। সভার শুরুতে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মিলনমেলা’র উদ্বোধন করেন প্রধান অতিথি হাফিজ উদ্দিন আহমেদ এমপি। শোক প্রস্তাব পাঠ করেন বিশিষ্ট সংগঠন আব্দুস সামাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল। অনুষ্ঠানে বিশেষ অবদান রাখার জন্য এ্যাডঃ আব্দুল লতিফ, প্রফেসর জাহানে গুলশান টুনি, ডাঃ মাহাবুবুর রহমান (লন্ডন প্রবাসী), ডাঃ সমির উদ্দিন আহমেদ (মরনত্তোর), প্রফেসর তৌহিদা ফারুকী, প্রকৌঃ এম জামিনুর রহমান, মরাহুম রহিম উদ্দিন আহমেদ (মরনত্তোর), মরহুম হাসান আলী (মরনত্তোর), শাহ আলম চৌধুরী বাবু (আমেরিকা প্রবাসী), মরহুম আবুল হোসেন পাটোয়ারী (মরনত্তোর), মরহুম নাসিম চৌধুরী (মরনত্তোর), মরহুম মোজাফ্ফর হোসেন (মজু ভাই (মরনত্তোর), মরহুম আলহাজ্ব এম এ কুদ্দুস (মরনত্তোর), আলহাজ্ব মোকাদ্দেক হোসেন চৌধুরী (মুকুল চৌধুরী), মরহুম নুরুন নাহার (মরনত্তোর), মিসেস মাজেদা হোসেন, বীর মুক্তিযোদ্ধা মৌঃ হুমায়ুন কবীর, মিসেস জাহানারা বেগম কবিতা, প্রফেসর এম.এ জব্বার ও হাফিজ উদ্দিন আহমেদ এমপিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।