স্কুল শিক্ষিকা কে নিয়ে ২ সন্তানের জনক জাহাঙ্গীর উধাও

স্কুল শিক্ষিকা কে নিয়ে ২ সন্তানের জনক জাহাঙ্গীর উধাও

কলারোয়া প্রতিনিধিঃ ২ সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন। পিতা আব্দুল লতিফ সাং তরুলিয়া,

স্কুল শিক্ষিকা – মোছাঃ তহমিনা খাতুন (ময়না) পিতা তৌহিদুর রহমান সাং-বামন খালিকে নিয়ে পালিয়েছে। শিক্ষিকার স্বামী খোকন,দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিময়ের শ্যালোক এটা নিশ্চিত করে। আরোও বলে ২০ বছরের সংসার জীবন ভেঙ্গে তছনছ করেদিল ব্যবসায়ী জাহাঙ্গীর।

জাহাঙ্গীর সরসকাঠি বাজারে রড,সিমেন্টের ব্যবসা করতেন আর কলারোয়া বেত্রবতী স্কুলের পাশে ভাড়া বাসায় থাকতেন ঐ একই বিল্ডিংয়ে শিক্ষিকা সেখান থেকেই সূত্রপাত।

গোপনে গোপনে দীর্ঘ দিন পরকীয়া লিপ্ত ছিল জাহাঙ্গীর ও স্কুল শিক্ষিকা। অবশেষে ২ জন পাড়ী দিলো অজানার উদ্দেশ্য। গত ১৩ জুলাই মঙ্গলবার রাত থেকে খোঁজা খুঁজি হয় কিন্তু তাদের ২ জনকে আর পাওয়া যায়না বলে ২ পরিবার সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *