হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরীর মৃত্যু তিনি আর আমাদের মাঝে নেই

হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরীর মৃত্যু
তিনি আর আমাদের মাঝে নেই

নিউজ ডেস্কঃ কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামে বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গত বছরের ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর মৃত্যুর পর ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের আমীর নির্বাচিত হন জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত, ৫ মেয়ে ও ১ ছেলের জনক।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন।
(কপি নিউজ)