৮০০ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী ও ভিন্ন মামলার মোট ৫ আসামী গ্রেফতার
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল জনাব এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর তত্বাবাধনে অফিসার ইনচার্জ জনাব, কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কাজী মোঃ শহিদুল ইসলাম এর সহযোগিতায় এএসআই (নিঃ) মোড়ল আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ (আটশত) গ্রাম গাঁজা সহ আসামী ১. মোঃ রেজাউল ইসলাম (২৫), পিতা- লুৎফর তরফদার স্থায়ী : গ্রাম- পরানপুর (ওয়ার্ড নং-৬) ২. মোঃ ইস্রাফিল শেখ (২৯), পিতা- আঃ মান্নান শেখ স্থায়ী : গ্রাম- পরানপুর (ওয়ার্ড নং-৬) , এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান নিয়মিত মামলা আসামী- ৩। মোঃ মনিরুল ইসলাম মনিরুজ্জামান মনি (৩৫), পিতা-মৃত লোকমান গাজী,, মাতা-হামিদা বেগম,
গ্রাম-গোবিন্দপুর, এসআই (নিঃ) রিপন মল্লিক এবং এসআই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লা গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী- ৪। মোঃ আঃ আলিম, পিতা-মৃত আঃ লতিফ গাজী, সাং+পোঃ-গোবিন্দপুর, ৫। মোঃ আকবার ঢালী (৪৫) , পিতা-আবু তালেব ঢালী, সাং-জয়নগর, পোঃ-গোবিন্দপুর, সর্বথানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার পূর্বক অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply