1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

আশা কলারোয়া ব্রাঞ্চ এ মৃত্যু দাবি চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ Time View

 

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার আশা
সমিতির মৃত্যু দাবি বীমার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ডিসেম্বর)
সন্ধ্যায় আশা কলারোয়া ব্রাঞ্চ এ এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যু ব্যক্তির
পরিবারের নিকট ওই বীমার টাকার চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি
ছিলেন-কলারোয়া পৌর সভার কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু। বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন-পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রাণী
বর্মণ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। আশা
কলারোয়া ব্রাঞ্চ এর সিনিয়র আরএম রবিউল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আশা কলারোয়া ব্রাঞ্চ এর ম্যানেজার এসকে আব্দুল
মুন্নাফ, সহকারী ম্যানেজার এসকে নুরুল ইসলাম, এইচপি আশার এমডিও রোকসানা
পারভীন, লোন অফিসার অকিউল ইসলাম, কামাল হোসেন, ফারুক শেখ, রিকসনা, ফারুক
খান সহ স্থানীয় গণম্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর সভার
কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু আশা কলারোয়া ব্রাঞ্চ এর গ্রাহক কলারোয়ার
গোগ গ্রামের মোসলেম সরদারের ছেলে সবুর হোসেনের স্ত্রীর হাতে নগত ১লাখ
১০হাজার ৯শত ৭৮টাকা তুলে দেন। এসময় আশা কলারোয়া ব্রাঞ্চ এর সকল
কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এবিষয়ে আশা কলারোয়া ব্রাঞ্চ এর
সিনিয়র আরএম রবিউল ইসলাম বলেন-সমিতির গ্রাহক সবুর হোসেন
২১এপ্রিল-২০২২তারিখে আশা কলারোয়া ব্রাঞ্চ থেকে ৪লাখ টাকা ঋণ গ্রহন করেন।
তিনি ওই ঋণের টাকা নিয়ে মালয়েশিয়ায় চলে যান। মালয়েশিয়ায় থাকা কালিন তিনি
গত ৬ডিসেম্বর মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার কাছে ২লাখ ৯২হাজার ৫শত
৫৭টাকা পাওনা ছিলো। যা আশা সমিতি তার কাছে পাওনা টাকা মওকুফ করে জমাকৃত
১০৫৯৭৮টাকা ফেরতসহ দাফন কাফনের জন্য অতিরিক্ত আরও ৫০০০হাজার টাকা প্রদান
করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd