1. nazmulrj40@gmail.com : md nazmul : md nazmul
  2. mizansatkhirapress@gmail.com : Satkhira Barta : Satkhira Barta
  3. tasahmed7@gmail.com : satkhira barta : satkhira barta
  4. shohaghassan0912@gamil.com : মোহনা নিউজ : মোহনা নিউজ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

কালিগঞ্জ থেকে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার ও হস্তান্তর করলেন পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

তাপস কুমার ঘোষ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

কালিগঞ্জের রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সামনে থেকে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করলেন ডিবি পুলিশের টহল টিম। তবে চোরচক্রটি অধরাই থেকে গেলো। মোটর সাইকেলটির মালিক শেখ শাহাজান (বাদশা) এর নিকট তুলে দেওয়া হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শেখ আব্দুর রউফের ছেলে। থানা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ (বুধবার) উপজেলার মহৎপুর সরকারি কবরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে তারাবির নামাজ চলাকালীন হিরো হোন্ডা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরচক্রটি। এঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবহাটার সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে পুলিশের টহল গাড়ি দেখে চোরচক্রটি মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানার সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত হওয়ার পর শেখ শাহাজান বাদশার নিকট বুধবার হস্তান্তর করেন জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ পরিদর্শক আহম্মাদ কবির, সহকারী উপ পরিদর্শক জামাল হোসেন ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান উপদেষ্টা

মো: মোশারফ হোসেন
প্রযুক্তি সহায়তায়: csoftbd