জাকির হোসেন (রাজশাহী) :
আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে, আধুনিক রাজশাহী নগরীর রূপকার হিসেবে খ্যাতি পাওয়া আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিকের বর্তমান মেয়র নগর পিতা এডঃ এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের বিকল্প দেখছে না নগরবাসী ও দলের নেতা- কর্মীরা ।
বিকল্প হিসেবে আরও একজনের নাম অবশ্যই উঠে আসছে বিষ্ঠিষ্ট সমাজসেবী ও রাসিক নগর মাতা শাহিন আক্তার রেনি-ভাবীর নাম।
নেতা-কর্মীরা বলেন এই দুইয়ের বিকল্প হলে নিজেদের মধ্যে অনেক প্রার্থী হবে । যখন মেয়র হাত ছাড়া হতে পারে । রাজশাহী নগর ও জেলা রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে । তখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী আসনগুলি বড় ক্ষতির সম্মুখীন বা হাত ছাড়াও হতে পারে ।
Leave a Reply