জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় জেলা প্রশাসনের আদেশ
অমান্য করে অপরিপক্ক বোম্বাই আম বেলতলা হটে নিয়ে যাওয়া পথে আটক হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে সরকারী কলেজ সংলগ্ন রাস্তার উপর থেকে আটক
করা হয়। এসময় অভিযুক্ত আম ব্যবসায়ী উপজেলার গোয়ালচাতর গ্রামের দীন
মোহাম্মাদের ছেলে আ: হাকিমকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত
১২ক্যারেট (সাড়ে ৭মণ) অপরিপক্ক বোম্বাই আম কেমিকেল দিয়ে পাকানোর চেষ্টার
অভিযোগের সতত্যা পেয়ে তা বিনিষ্ট করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস মোবাইল কোটে এ আদেশ দেন। এসময়
সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা
নিলা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রোগ্রামার
মোতাহার হোসেন, উপজেলা সহকারী কৃষি অফিসার সমির কুমার, উপজেলা নির্বাহী
অফিসারের বেঞ্চসহকারী বেনজির হোসেন সহ অন্যন্যে কর্মকর্তাবৃন্দ।